বাতায়ন/নৃপেন
চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক,
১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
কুশল মৈত্র
বন্ধ
খামে
জীবনে অনেক কিছু করব বলে ঠিক
করেছিলাম
কিন্তু মরা শামুকের খোল হয়েই রয়ে গেলাম—
না সিনেমার হিরো হলাম, না আইএস অফিসার
উলুধ্বনি দিয়েছিল মা যখন মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে
ফাস্ট ডিভিশন পেয়েছিলাম।
স্বপ্ন দেখেছিল বাবা, হাততালি দিয়ে উপহারও...
অথচ আমার জীবন খাতাটা
বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে
ভেসে গেল অকূল দরিয়ায় ব্যস্ত সময়ের ঘামে—
রঙিন পেন্সিলে মধ্যরাতে প্রেম
এসেছিল
না মাধুরী দীক্ষিত আসেনি, আসেনি ক্যাটরিনা কাইফও!...
আমি অনন্ত জলের ছায়ায় নিজেকে
করে রেখেছি
মুখবন্দি!
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
কুশল মৈত্র
কিন্তু মরা শামুকের খোল হয়েই রয়ে গেলাম—
না সিনেমার হিরো হলাম, না আইএস অফিসার
উলুধ্বনি দিয়েছিল মা যখন মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে
ফাস্ট ডিভিশন পেয়েছিলাম।
স্বপ্ন দেখেছিল বাবা, হাততালি দিয়ে উপহারও...
ভেসে গেল অকূল দরিয়ায় ব্যস্ত সময়ের ঘামে—
না মাধুরী দীক্ষিত আসেনি, আসেনি ক্যাটরিনা কাইফও!...
মুখবন্দি!

No comments:
Post a Comment