প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নবান্ন | আমরা ভাল, ওরা খারাপ

  বাতায়ন/নবান্ন/ সম্পাদকীয় /৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ ,   ১৪৩২ নবান্ন | সম্পাদকীয়   আমরা ভাল, ওরা খারাপ "স্বভাবতই প্রশ্ন জাগে, বাংলা ...

Tuesday, December 23, 2025

সংখ্যালঘু | দয়াময় পোদ্দার

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
দয়াময় পোদ্দার
 
সংখ্যালঘু
 
ভেসে যাচ্ছে সংখ্যালঘু লাশ
পদ্মা মেঘনা যমুনা হয়ে।
 
পড়ে আছে সংখ্যালঘু লাশ
ভিড় বাজারে, চায়ের দোকানে
ধানখেত আর পাটখেতে।
 
দেহ থেকে আধা বিচ্ছিন্ন হওয়া
সংখ্যালঘু মাথা ছুটে পালাচ্ছে
বাঁচার আশায়।
 
আধমরা উলঙ্গ সংখ্যালঘু দেহ
গাছে ঝুলে পুড়ে যাচ্ছে,
শীতকাল এলো বার্বিকিউ।
 
কিশোরী বয়স— সংখ্যালঘু মেয়ে
ভয়ে সিঁটিয়ে রয়েছে
অপহরণ হয়ে যাবে যে কোনোদিন।
 
রাস্তায় বেরোলে, পুকুরঘাটে গেলে
সংখ্যালঘু বউটি পায় চোখ ইশারা রোজ
যে কোনদিন ধর্ষিত হয়ে যাবে।
 
ঝোপে-জঙ্গলে সংখ্যালঘু মেয়েটি
লাশ হয়ে পড়ে আছে, পিঁপড়েয় খাচ্ছে।
 
ফসল পাকতেই কেটে নিয়ে গেছে
সংখ্যালঘু জমি থেকে, কৃষকের চোখ
তাকিয়ে রয়েছে ধু-ধু শূন্যতায়।
 
ইস্কুলে, কলেজে, বাজারে সংখ্যালঘু ছেলেটির
মাথা নিচু, মেপে কথা; অন্যথায়
থাপ্পরে ঠিকানা।
 
ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এখানে
মিলেমিশে থাকে!
 

No comments:

Post a Comment

২০২৬-এর নতুন সূর্য


Popular Top 10 (Last 7 days)