বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
প্রবীর
কুমার লায়েক
জরিপ
আমার শরীরের মধ্যে
আমারই নিযুত কঙ্কালের
নিত্য যাওয়া আসা।
এরই মধ্যে সৃষ্টি ধ্বংস
প্রিয় মন খারাপ, ভূমির ফাটল
নিয়ত গতিশীল আমার অতীত।
সর্বত্রই আমার পদচারণা
তবুও ঋতুর আবর্তন ও সমাবর্তনে
সমস্ত সৃষ্টি আমায় উপহাস করে।
মুমূর্ষ রোগীর প্রাণ সঞ্চারে
বিশল্যকরণী নিয়ে অজান্তেই
নিজের জগতে ঘুরে বেড়াই।
কত আগুন নিভে গেছে,
কত স্বপ্ন খরস্রোতে ভেসে গেছে
চেতন অচেতন অবচেতন ঝর্ণায়।
তাই নিয়মের বাধা না মেনে
দ্ব্যর্থক অর্থে মাঝে মাঝে খুঁজে চলেছি
চড়াই উতরাই-এর সহজ সরল জরিপ।
কালো কাল | কবিতা
আমারই নিযুত কঙ্কালের
নিত্য যাওয়া আসা।
প্রিয় মন খারাপ, ভূমির ফাটল
নিয়ত গতিশীল আমার অতীত।
তবুও ঋতুর আবর্তন ও সমাবর্তনে
সমস্ত সৃষ্টি আমায় উপহাস করে।
বিশল্যকরণী নিয়ে অজান্তেই
নিজের জগতে ঘুরে বেড়াই।
চেতন অচেতন অবচেতন ঝর্ণায়।
দ্ব্যর্থক অর্থে মাঝে মাঝে খুঁজে চলেছি
চড়াই উতরাই-এর সহজ সরল জরিপ।

No comments:
Post a Comment