বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
দয়াময় পোদ্দার
আজ
বাংলাদেশ
থেমেছে উল্লাস। যে যার মতো একা ফিরেছে
ঘরে।
পৈশাচিক উন্মাদনা পুড়েছে আগুনে।
এলোমেলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে—
ছাই, আধপোড়া খরকুটো।
ক্ষীণ আশা আর স্বপ্ন পোড়া গন্ধে
অস্পষ্ট বুকটা ভারী।
রাস্তা পৌঁছে দিয়েছে যার যেখানে নিরাপদ ঠিকানায়।
তার কর্তব্য এটুকুই শুধু।
গাছটি একা দাঁড়িয়ে রয়েছে নীরব, বিমর্ষ।
সে তো জন্ম থেকে বোবা, সে তো জন্ম থেকেই স্থবির।
আজ নগ্ন আঁধারের মাঝে ঝলসানো বুক থেকে
রক্ত চুঁয়ে ভেসে যাচ্ছে গাছ থেকে গাছের শরীর।
কালো কাল | কবিতা
দয়াময় পোদ্দার
পৈশাচিক উন্মাদনা পুড়েছে আগুনে।
এলোমেলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে—
ছাই, আধপোড়া খরকুটো।
ক্ষীণ আশা আর স্বপ্ন পোড়া গন্ধে
অস্পষ্ট বুকটা ভারী।
রাস্তা পৌঁছে দিয়েছে যার যেখানে নিরাপদ ঠিকানায়।
তার কর্তব্য এটুকুই শুধু।
গাছটি একা দাঁড়িয়ে রয়েছে নীরব, বিমর্ষ।
সে তো জন্ম থেকে বোবা, সে তো জন্ম থেকেই স্থবির।
আজ নগ্ন আঁধারের মাঝে ঝলসানো বুক থেকে
রক্ত চুঁয়ে ভেসে যাচ্ছে গাছ থেকে গাছের শরীর।

No comments:
Post a Comment