বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
প্রতীতি
সরকার
আস্ফালন
এখনও কেমন বোকার মতো মানুষ
খুঁজে বেড়াই
অথচ গোগ্রাসে দেখি ওই লেলিহান শিখা—
কী উল্লাসে
পুড়ছে মানবিকতা
প্রকাশ্য দিবালোকে পথে ক্ষতবিক্ষত হচ্ছে দেহ
কী ভীষণ পৈশাচিক আস্ফালনে!
এতকাল আমার সভ্যতা ব্যস্ত ছিল
নানা অক্ষরে প্রতিবাদ আঁকতে
আমিও বুনেছিলাম কিছু শব্দগুচ্ছ
এদিকে মাটির অন্যপ্রান্তে
গণতন্ত্রের কফিন তৈরি চলছিল জোরকদমে
কেবল শেষ পেরেক পোঁতা বাকি ছিল
সেও বুঝি পড়ে গেল!
কিংবা এখনও শেষ প্রহর অনাগত
অসমাপ্ত আরও কিছু মর্মান্তিক মহড়া...
কালো কাল | কবিতা
অথচ গোগ্রাসে দেখি ওই লেলিহান শিখা—
প্রকাশ্য দিবালোকে পথে ক্ষতবিক্ষত হচ্ছে দেহ
কী ভীষণ পৈশাচিক আস্ফালনে!
নানা অক্ষরে প্রতিবাদ আঁকতে
আমিও বুনেছিলাম কিছু শব্দগুচ্ছ
এদিকে মাটির অন্যপ্রান্তে
গণতন্ত্রের কফিন তৈরি চলছিল জোরকদমে
কেবল শেষ পেরেক পোঁতা বাকি ছিল
সেও বুঝি পড়ে গেল!
কিংবা এখনও শেষ প্রহর অনাগত
অসমাপ্ত আরও কিছু মর্মান্তিক মহড়া...

অসাধারণ। ফেসবুকে আপনার লেখা পড়ি। এই কবিতাটিও দুরন্ত হয়েছে।
ReplyDeleteWaao প্রতীতি তোমার কবিতায় অনেক গভীরতা আছে, এভাবেই চালিয়ে যাও 💖
ReplyDelete