প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নবান্ন | আমরা ভাল, ওরা খারাপ

  বাতায়ন/নবান্ন/ সম্পাদকীয় /৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ ,   ১৪৩২ নবান্ন | সম্পাদকীয়   আমরা ভাল, ওরা খারাপ "স্বভাবতই প্রশ্ন জাগে, বাংলা ...

Tuesday, December 23, 2025

আত্মবিস্মৃত একদল | প্রদীপ কুমার দে

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
প্রদীপ কুমার দে
 
আত্মবিস্মৃত একদল
 
আমরা একদল আত্মবিস্মৃত
বিস্মৃত অতীত, অবাঞ্ছিত ভবিষ্য
মরুবালি ভেদ করে ওঠা ধূসর ধুলো
ঝড় তুলি অনাসৃষ্টির সাগরে ঢেউ তুলে আছড়ে পড়ি
'চলো এসো ধ্বংস করি' কংসের মতো
রসাতলে পাঠাই সৃষ্ট প্রাসাদ
অদ্ভুত অবাধ্য জাতিই হোক আমাদের পরিচয়
আমাদের লজ্জাবিহীন গর্ব
ধর্ম কর্ম জাতি বর্ণের রেষারেষি, বিভেদ চেয়ে লড়াই
শিল্প সংস্কৃতি ভাঙার মনন
ভেঙেচুরে তছনছ করে দিই আদি অনন্ত অতীত, অগ্রাহ্য করি ভবিষ্য
একবিন্দুও অবশিষ্ট না রেখে ধুলোর আস্তরণ বিছাই
এসো হাত মেলাও মনীষীদের শরীর উন্মুক্ত করে
সকলকে দেখাই তাদের উন্মুক্ত রূপ, কদর্যতার প্রলেপ মাখিয়ে দিই
পৃথিবী দেখুক আমাদের বর্বরতা, জমা করে রাখি নব নিদর্শন
সৃষ্টিকর্তা দেখুক আমরাও পারি তোমার গোড়ায় গলদ
'আমাদের'কে মানুষ গড়া তোমার ভ্রান্ত প্রচেষ্টা
মানুষ হয়নি সবাই, একদল বলদ।
 

2 comments:

  1. ধন্যবাদ সম্পাদক মহাশয়ের জন্য। শুভকামনার " বাতায়ন " ❤️

    ReplyDelete
  2. ভাল লাগল ❤️

    ReplyDelete

২০২৬-এর নতুন সূর্য


Popular Top 10 (Last 7 days)