বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
জয়নাল আবেদিন
বেহিসেবি
ঝরা পাতাগুলো আগোছালো পড়ে
থাকে
গাছের কোন দায়বদ্ধতা নেই,
রাত-জাগা পাখিটা
ক্রমান্বয়ে ডেকেছিল
কেউ সাড়া দেয়নি।
জীবনের ইতিহাসগুলো
ভৌগলিক সীমারেখার বাইরে অবস্থান করে,
মানুষ প্রাগৈতিহাসিক যুগে
ফেরত যাচ্ছে
সঙ্ঘবদ্ধ— ঝাঁকে ঝাঁকে।
পিরামিডের মমিগুলো নড়েচড়ে
ওঠে
একেকটা কবর থেকে সাতটা জীবন্ত লাশ,
সভ্যতার আকাশে সূর্যের টুকরো
আলো
কালো মেঘ অচিরেই ঢেকে দেয়।
কলম হাতে হিসাবের খাতা খুলে
খোলা চোখে তাকিয়ে আছি,
ধীর লয়ে গাণিতিক সংখ্যাগুলো
ক্ষয়ে যাওয়া চাঁদের মতো মিলিয়ে যাচ্ছে।
কালো কাল | কবিতা
জয়নাল আবেদিন
গাছের কোন দায়বদ্ধতা নেই,
কেউ সাড়া দেয়নি।
ভৌগলিক সীমারেখার বাইরে অবস্থান করে,
সঙ্ঘবদ্ধ— ঝাঁকে ঝাঁকে।
একেকটা কবর থেকে সাতটা জীবন্ত লাশ,
কালো মেঘ অচিরেই ঢেকে দেয়।
খোলা চোখে তাকিয়ে আছি,
ক্ষয়ে যাওয়া চাঁদের মতো মিলিয়ে যাচ্ছে।

No comments:
Post a Comment