বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
দেবকুমার মুখোপাধ্যায়
প্রতিবেশীর
জন্য
ভুলে গেলে জন্মক্ষত
ভুলে গেলে প্রসবযন্ত্রণা?
কে তোমার মিত্র ছিল—
এখনও বন্ধু আছে
শত্রুকেই ক্ষমা করে দিলে!
সমস্ত গৌরব-মিনার ভাঙছ
নেপথ্যে কে সে হ্যামেলিন?
সে-নিশির ডাকে তুমি
শেষকালে হলে আত্মঘাতী!
এবার কি গৃহযুদ্ধে
শকুন আর বাজপাখি, চিল?
নোবেলের জন্যে কেউ
নিষ্কলঙ্ক পায়রা ওড়াবে!
কালো কাল | কবিতা
দেবকুমার মুখোপাধ্যায়
ভুলে গেলে প্রসবযন্ত্রণা?
শত্রুকেই ক্ষমা করে দিলে!
নেপথ্যে কে সে হ্যামেলিন?
শেষকালে হলে আত্মঘাতী!
শকুন আর বাজপাখি, চিল?
নিষ্কলঙ্ক পায়রা ওড়াবে!

No comments:
Post a Comment