বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
জয়নাল আবেদিন
চুপকথা
বিস্তীর্ণ আকাশ কালোমেঘে ঢাকা
ততধিক তোমার মনটাও,
আবরণে যতটা চাক্যচিক্য আজও
আছে
আভরণ ঠিক ততটাই জৌলুসহীন।
মরা গাছটার ডালে শকুন বসে
আন্তরিক অপেক্ষায় কারো মৃত্যুর
চাওয়া-পাওয়ার সামঞ্জস্য
থাকলে
পৃথিবীটা সত্যম্ শিবম্ সুন্দরম হত।
মনীষীদের মূর্তিতে কাকের
বিষ্ঠা
হাড়হাভাতে মানুষগুলোর মতোই,
একটা দিন সম্মান পাওয়ার হেতুই
সারাটা বছর চুপ থাকা।
কালো কাল | কবিতা
জয়নাল আবেদিন
ততধিক তোমার মনটাও,
আভরণ ঠিক ততটাই জৌলুসহীন।
আন্তরিক অপেক্ষায় কারো মৃত্যুর
পৃথিবীটা সত্যম্ শিবম্ সুন্দরম হত।
হাড়হাভাতে মানুষগুলোর মতোই,
একটা দিন সম্মান পাওয়ার হেতুই
সারাটা বছর চুপ থাকা।

No comments:
Post a Comment