বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
তাপস মাইতি
দ্রোহকাল
পিস্তলের লোভ যে দেশের থাকে
সে দেশের মৃত্যু মামুলি
অপরাধ অগ্নিকুণ্ডের শিখার মতো
শূন্যে মিলিয়ে যায়
আর তার সিংহাসনে
যাদের দখল, তারা জানে সাদা হাত
কীভাবে কালো করতে হয়
এখানে মন্দির-মসজিদেই
লোকেরা বারুদ তৈরি করতে ভালবাসে
আল্লা ও ভগবানের নামে চলে আজব খেলা
আমরা শুধু চাপড়াই মাথা।
কালো কাল | কবিতা
তাপস মাইতি
সে দেশের মৃত্যু মামুলি
অপরাধ অগ্নিকুণ্ডের শিখার মতো
শূন্যে মিলিয়ে যায়
যাদের দখল, তারা জানে সাদা হাত
কীভাবে কালো করতে হয়
লোকেরা বারুদ তৈরি করতে ভালবাসে
আল্লা ও ভগবানের নামে চলে আজব খেলা
আমরা শুধু চাপড়াই মাথা।

No comments:
Post a Comment