বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
রতনলাল
আচার্য্য
তোমাকে
যে আসতেই হয়...
তোমাকে আসতেই হবে
তোমাকে যে আসতেই হয়।
সময়ের ডাক, চিত্তদহনের ক্রান্তিকাল,
জীবন বদলের উপাত্ত,
অস্থির সময়কে সুস্থির করার
তীব্র প্রয়োজন— সবখানেই তুমি!
দেখো আবারও উত্তাল হয়েছে
কুরুক্ষেত্রের ময়দান।
ময়দানবরা দখল করে নিয়েছে স্বর্গ উদ্যান।
পাহারায় নেই কোন বিজ্ঞ আদম সন্তান।
প্রলয়ের আলামত আকাশে বাতাসে
কোথায় যেন হারিয়েছে মুরলীর রমণীয় সুর।
এই অসময়ে আবার বেজে উঠুক তোমার পাঞ্চজন্য।
দিগ্বিদিক স্বাধীন করো আপন ছন্দে।
তোমার আধিপত্য বিরাজ করুক
হৃদয়ে- হৃদয়ান্তরে- জনে জনে...
কালো কাল | কবিতা
তোমাকে যে আসতেই হয়।
সময়ের ডাক, চিত্তদহনের ক্রান্তিকাল,
তীব্র প্রয়োজন— সবখানেই তুমি!
ময়দানবরা দখল করে নিয়েছে স্বর্গ উদ্যান।
পাহারায় নেই কোন বিজ্ঞ আদম সন্তান।
প্রলয়ের আলামত আকাশে বাতাসে
কোথায় যেন হারিয়েছে মুরলীর রমণীয় সুর।
এই অসময়ে আবার বেজে উঠুক তোমার পাঞ্চজন্য।
দিগ্বিদিক স্বাধীন করো আপন ছন্দে।
হৃদয়ে- হৃদয়ান্তরে- জনে জনে...

No comments:
Post a Comment