প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নবান্ন | আমরা ভাল, ওরা খারাপ

  বাতায়ন/নবান্ন/ সম্পাদকীয় /৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ ,   ১৪৩২ নবান্ন | সম্পাদকীয়   আমরা ভাল, ওরা খারাপ "স্বভাবতই প্রশ্ন জাগে, বাংলা ...

Thursday, January 1, 2026

নবান্ন | শামীম নওরোজ

বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
শামীম নওরোজ
 
নবান্ন
 
ধানের শিষে সোনার উচ্ছ্বাস। মাঠ জুড়ে কৃষাণীর মুগ্ধতা। হেমন্তের সোনা-রোদ; কৃষকের চোখে স্বপ্নের আলো। খেতে ও খামারে নতুন ধানের গন্ধ। নবান্নের হইচই...
 
উঠোন জুড়ে ধুনুচির ধোঁয়া। কাঁসরের শব্দে ডাকে শুভক্ষণ। নতুন অন্নের গন্ধে ম-ম বাড়ি। অন্তরে
মরমী উষ্ণতার সুর–
 
পিঠে, খই-মুড়ি হাতে হাতে ভাগ হয়; মিলনের মোহনীয় স্বাদ। ফসল, মাটি ও মানুষের নতুন জন্মের উৎসব।
 
নবান্ন, প্রাণের প্রিয় বন্ধন...
 

No comments:

Post a Comment

২০২৬-এর নতুন সূর্য


Popular Top 10 (Last 7 days)