বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
বি এম মিজানুর রহমান
মিষ্টি
হাসির মেলা
হেমন্তে ভাই বন্ধুরে চাই
মিষ্টি হাসির মেলা,
হয় রে শুষ্ক নানান পুষ্প
বাড়বে যখন বেলা।
মাঠভরা ধান কুয়াশায় স্নান
সন্ধেবেলায় দেখি,
কৃষাণের বঁধু লইয়া যে মধু
পাড় যে দিচ্ছে ঢেঁকি।
নদীটার তীরে বালুচর ঘিরে
পাখিরা করছে খেলা,
করে কোলাহল পাখিদের দল
হেমন্তে হয় মেলা।
হাঁটু ভেজা জল করে ছলছল
নবান্ন ভাই আসে,
হেমন্তে সুখ থাকে হাসি মুখ
মনের খুশিতে ভাসে।
বিভিন্ন পিঠা ভীষণ যে মিঠা
না খেলে কি কেউ বোঝে?
হেমন্তে ভাই তাই তারে চাই
সবাই আপন খোঁজে।
নবান্ন | কবিতা
বি এম মিজানুর রহমান
মিষ্টি হাসির মেলা,
বাড়বে যখন বেলা।
সন্ধেবেলায় দেখি,
পাড় যে দিচ্ছে ঢেঁকি।
পাখিরা করছে খেলা,
হেমন্তে হয় মেলা।
নবান্ন ভাই আসে,
মনের খুশিতে ভাসে।
না খেলে কি কেউ বোঝে?
হেমন্তে ভাই তাই তারে চাই
সবাই আপন খোঁজে।

No comments:
Post a Comment