বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
বিকাশ চন্দ
নবান্ন
আকাশে দ্বিতীয়ার দুঃখী চাঁদ
নিঃস্বতা বড় বেশি বেঁচে থাকে
নিরীশ্বর জীবনে
খুনসুটি লেগে আছে অজরা শরীর ও সময়ে
কান্না ঝরে দুঃখের রাত জাগে জোনাকি
পরিত্রাহি যন্ত্রণায় শরীরী ভাঁজে উতল আলো খেলে
কেবল সূর্য ওঠার সাথে দেখি ঊষা কাল
ঝুলে আছে শিশিরবিন্দু ধানশিষের ডগায়
আগামী দিনের নবান্নের আলো ফুল
প্রকৃতির বিরহী রাতের চোখে
ঝুলে আছে নবান্ন আকাশে
দ্বিতীয়ার দুঃখী চাঁদ
প্রাণ জুড়ে পিপাসা মেটায় রাতের চাতক
বুকের ভেতর নবাঙ্কুর আত্মার জলছবি
উষ্ণ রক্তে ভিজে যায়
কোঁচড়ের ক্যানভাস
নবান্ন | কবিতা
বিকাশ চন্দ
খুনসুটি লেগে আছে অজরা শরীর ও সময়ে
কান্না ঝরে দুঃখের রাত জাগে জোনাকি
পরিত্রাহি যন্ত্রণায় শরীরী ভাঁজে উতল আলো খেলে
কেবল সূর্য ওঠার সাথে দেখি ঊষা কাল
ঝুলে আছে শিশিরবিন্দু ধানশিষের ডগায়
আগামী দিনের নবান্নের আলো ফুল
ঝুলে আছে নবান্ন আকাশে
দ্বিতীয়ার দুঃখী চাঁদ
প্রাণ জুড়ে পিপাসা মেটায় রাতের চাতক
বুকের ভেতর নবাঙ্কুর আত্মার জলছবি
উষ্ণ রক্তে ভিজে যায়
কোঁচড়ের ক্যানভাস

No comments:
Post a Comment