বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
গৌতম কুমার গুপ্ত
জাঢ়
(বাঁকুড়ার আঞ্চলিক ভাষায় লেখা)
আইজ্ঞে জাঢ় পড়েইছ্যে আগাইদ্যে
রুদটঅ কুথায় পাই বলঅ
ভাইপঅ বইললেক রুদ পড়্যেইছে দুগ্গাম্যালায়
রুদ পুয়াবে ত যাই চলঅ
যাই বলঅ শীতকালটঅ ভালই বট্যেক
যেটই খাব্যে হজ্যম হব্যেক
প্যাটের ভিত্তর গুড়গুড়ানি নাই
দন্ত্যক খেল্যেও নেমে যাব্যেক
কাটে সুয়াটারে
বাবুরা সব সাহিব হন্ছ্যে
দেখঅ মানুষ চিনত্যে লারে
ঝুলপারা অই গরম জামায় ম্যামসাহিবরা
গেদ্যে দেম্যাক দেখ্যাইতে পারে
আমাদের কী আছে বলঅ
দুটঅ লুতন চেল্যের চালসিজ্যা
পিঁয়াজটতঅ না হল্যে চল্যে বলঅ
বিলাতিপঁড়্যা আর বেগ্যনভাজা
লিত্যই মিয়ামরদে বেবাক খাটনি
হাজরি পাই তিরিশট্যাকা
খেত্যপরত্যে কুল্যায়ঁ না ক
গা গতরে উদাম ফাঁকা
সন্জ্যা বেলায় ছেঁড়া ক্যাঁথায়
সিমায়ঁ থাকি
কুল্যায় না ক পা-টঅ বডঅ জাড়ায়
তুমার চান্দির ভালঅ থাকঅ
আমরা মরি জাড়্যের তাড়ায়
গরমকালেও সুখ নাইগঅ
বর্ষাকালেও তাই
ইটঅ কিন্তুক ঠিক কথাটঅ
মানষক্যে লিয়ে পারা কিন্তুক দায়।
নবান্ন | কবিতা
গৌতম কুমার গুপ্ত
রুদটঅ কুথায় পাই বলঅ
ভাইপঅ বইললেক রুদ পড়্যেইছে দুগ্গাম্যালায়
রুদ পুয়াবে ত যাই চলঅ
যেটই খাব্যে হজ্যম হব্যেক
প্যাটের ভিত্তর গুড়গুড়ানি নাই
দন্ত্যক খেল্যেও নেমে যাব্যেক
দেখঅ মানুষ চিনত্যে লারে
ঝুলপারা অই গরম জামায় ম্যামসাহিবরা
গেদ্যে দেম্যাক দেখ্যাইতে পারে
দুটঅ লুতন চেল্যের চালসিজ্যা
পিঁয়াজটতঅ না হল্যে চল্যে বলঅ
বিলাতিপঁড়্যা আর বেগ্যনভাজা
হাজরি পাই তিরিশট্যাকা
খেত্যপরত্যে কুল্যায়ঁ না ক
গা গতরে উদাম ফাঁকা
কুল্যায় না ক পা-টঅ বডঅ জাড়ায়
তুমার চান্দির ভালঅ থাকঅ
আমরা মরি জাড়্যের তাড়ায়
বর্ষাকালেও তাই
ইটঅ কিন্তুক ঠিক কথাটঅ
মানষক্যে লিয়ে পারা কিন্তুক দায়।

No comments:
Post a Comment