প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নবান্ন | আমরা ভাল, ওরা খারাপ

  বাতায়ন/নবান্ন/ সম্পাদকীয় /৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ ,   ১৪৩২ নবান্ন | সম্পাদকীয়   আমরা ভাল, ওরা খারাপ "স্বভাবতই প্রশ্ন জাগে, বাংলা ...

Thursday, January 1, 2026

ভোগ | তাপস মাইতি

বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
তাপস মাইতি
 
ভোগ
 
এত দেয়া, এত অফুরন্ত পাওয়া কি
সত্যিই মানুষ ভোগ করতে পারে?
চাহিদার শেষ নেই, যত পাই
তবু বিস্তর চাওয়া-পাওয়ার ডালপালা
চারদিকে ধরি মেলে।
এত ক্ষুধার অন্বেষণ কী করে
ভিক্ষুক করে আমাদের?
ওগো তৃষ্ণার্ত,
ভোগের মাত্রাটা এবার করো যাচাই।
 

No comments:

Post a Comment

২০২৬-এর নতুন সূর্য


Popular Top 10 (Last 7 days)