বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
তাপস মাইতি
ভোগ
এত দেওয়া, এত অফুরন্ত পাওয়া কি
সত্যিই মানুষ ভোগ করতে পারে?
চাহিদার শেষ নেই, যত পাই
তবু বিস্তর চাওয়া-পাওয়ার ডালপালা
চারদিকে ধরি মেলে।
এত ক্ষুধার অন্বেষণ কী করে
ভিক্ষুক করে আমাদের?
ওগো তৃষ্ণার্ত,
ভোগের মাত্রাটা এবার করো
যাচাই।
নবান্ন | কবিতা
তাপস মাইতি
সত্যিই মানুষ ভোগ করতে পারে?
তবু বিস্তর চাওয়া-পাওয়ার ডালপালা
চারদিকে ধরি মেলে।
এত ক্ষুধার অন্বেষণ কী করে
ভিক্ষুক করে আমাদের?

No comments:
Post a Comment