বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
তুষার ভট্টাচাৰ্য
হেমন্ত
উড়ে আসে না আর
হেমন্ত উড়ে আসে না আর হিম
শিশিরে ভেজা হলুদ ধানের প্রান্তরে
আলপথে অনাদরে পড়ে থাকে মেঠো ইঁদুরের শব ডাহুকের ভাঙা ডিম, সাপের খোলস;
দূরে টিলার উপরে জোছনায় ভেজা
গোল-চাঁদ উঠে এলে স্বপ্নসন্ধানী আমি
আলপনা আঁকা মাটির উঠোনে খুঁজি স্মৃতি
বালিকার রূপকথা শ্যামল মুখ
নবান্ন ভোরের গন্ধ লেগে থাকে তার হিম ভেজা চোখে মুখে সারা শরীরে;
হেমন্ত উড়ে আসে না আর কবেকার
ভোরের কৈশোরের স্মৃতির আয়নায়;
শুধু বেলাশেষের রোদ্দুরে চোখে
ভেসে ওঠে ফেলে আসা নলেনগুড়ের সুঘ্রাণ মাখা নবান্নদিন।
নবান্ন | কবিতা
তুষার ভট্টাচাৰ্য
আলপথে অনাদরে পড়ে থাকে মেঠো ইঁদুরের শব ডাহুকের ভাঙা ডিম, সাপের খোলস;
আলপনা আঁকা মাটির উঠোনে খুঁজি স্মৃতি
বালিকার রূপকথা শ্যামল মুখ
নবান্ন ভোরের গন্ধ লেগে থাকে তার হিম ভেজা চোখে মুখে সারা শরীরে;

No comments:
Post a Comment