প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নবান্ন | আমরা ভাল, ওরা খারাপ

  বাতায়ন/নবান্ন/ সম্পাদকীয় /৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ ,   ১৪৩২ নবান্ন | সম্পাদকীয়   আমরা ভাল, ওরা খারাপ "স্বভাবতই প্রশ্ন জাগে, বাংলা ...

Thursday, January 1, 2026

নবান্ন পদাবলী | অর্ণব সামন্ত

বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
অর্ণব সামন্ত
 
নবান্ন পদাবলী
 
(১)
 
আজ-কাল-পরশু কুয়াশার বেড়াজাল চতুর্দিকে
মানুষ আর কত দুঃখকষ্ট-যন্ত্রণা নিয়ে বাঁচতে পারে?
 
(২)
 
তালসারি বুক ফাঁক করে ওঠে বুভুক্ষু সূর্য
মুমুর্ষু মানুষের দল শীর্ণ কমলালেবুর সেবা প্রত্যাশী
 
(৩)
 
ফসলের ঘ্রাণে মাতাল রৌদ্র
নবান্নের স্বাদ নিতে হাওয়া বেগে এপাড়া-ওপাড়া ধাবমান
 
(৪)
 
খেজুর গাছে মনকে বেঁধে দেয় ভাঁড় করে
যদি জীবনের রসায়নে কিছু মিষ্টি স্বাদ সৌরভ আসে
 
(৫)
 
দস্তানা পড়ো না আর শীতে
নাহলে কি করে বুঝবে কমলালেবু ও রোদের সখ্যতা
 
(৬)
 
গাঁদা ফুলের বনে বসেও ছেঁড়া নকশিকাঁথা
ভাতডালের খিচুড়ি দ্যাখে অপলক
 
(৭)
 
নবান্নের ঘ্রাণ সবার নাকে লাগে না
ডাস্টবিনের পচাগলা খাবার খেতে খেতে জি হয়ে গ্যাছে প্রিয় পোষ্যের
 
(৮)
 
তবু রৌদ্র খুঁটে নেয় শস্যদানা
গরম ভাতের চেয়ে জীবন দামী নয়
 
(৯)
 
তুমুল তুমুল নবান্নের পাত পাড়া
শুধু কুয়াশা ঘেরা স্বপ্নমাত্র করোটির চোখে
 

No comments:

Post a Comment

২০২৬-এর নতুন সূর্য


Popular Top 10 (Last 7 days)