বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
যতীশগোবিন্দ জানা
তবুও
নবান্ন
অঘ্রানের ধান
কাটার রোদের গন্ধ
উলঙ্গ ছেলের দল
প্রাণ ভরে টেনে নেয়;
তারপর...সারাটি বছর,
দুমুঠো ভাতের জন্যে
একটানা হাহাকার।
পাটপচা ডোবার জলে
যে কটুগন্ধ ভেসে ওঠে,
পুজোর জামার গন্ধে মিশে যায়।
পারিজাত রেণু মাখা
কোজাগরি পূর্ণিমার রাত...
কী এক মমতা জড়ানো!
নতুন নলেন গুড়ে
স্বাদ-গন্ধে কৃপণতা
তবু তো নলেন!
পৌষের নিকানো উঠোনে
ভাদরের রক্ত জল করা
রাশি রাশি সদ্য কাটাধানে
ভরে ওঠে নবান্ন উৎসব।
ভরে ওঠে নবান্ন উৎসব।
নবান্ন | কবিতা
যতীশগোবিন্দ জানা
উলঙ্গ ছেলের দল
প্রাণ ভরে টেনে নেয়;
একটানা হাহাকার।
যে কটুগন্ধ ভেসে ওঠে,
কোজাগরি পূর্ণিমার রাত...
কী এক মমতা জড়ানো!
নতুন নলেন গুড়ে
স্বাদ-গন্ধে কৃপণতা
তবু তো নলেন!
ভাদরের রক্ত জল করা
রাশি রাশি সদ্য কাটাধানে
ভরে ওঠে নবান্ন উৎসব।

No comments:
Post a Comment