প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ছেলেখেলা | নজর উল ইসলাম

বাতায়ন /কবিতা /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা নজর উল ইসলাম   ছেলেখেলা   পৃ...

Saturday, April 15, 2023

বসন্তমঞ্জরী । সৈয়দ হাসমত জালাল



প্রথম বর্ষ/প্রথম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩০ 

কবিতা
সৈয়দ হাসমত জালাল

বসন্তমঞ্জরী


তোমাকে ডাকছি এক ধ্বস্ত প্রাচীন নগরী থেকে
শিরশিরে বাতাসে উড়ছে স্তব্ধ ইতিহাস
কত যুগান্তের ওপার থেকে ভেসে আসছে ঘোড়ার ক্ষুরের শব্দ
ঢলে পড়েছে ফাল্গুনের তামাটে রোদ্দুর
তোমাকে ডাকছি, বসন্তমঞ্জরী
আমি তোমাকে ডাকছি

এইখানে একদিন জ্যোৎস্নায় যে কোকিলটি
                                              ডেকেছিল সারারাত
গান নয়, তার তীব্র বেদনা উড়িয়ে আনছে হাওয়া
ঘুমোতেও পারছি না
সেই যে একদিন উন্মাদ যুদ্ধস্বনন, অন্ধ তমসায়
                                          ছেয়েছিল দিক-দিগন্তর
পথে পথে পড়েছিল অগণিত মৃত সৈনিক
তাদের কবরের পাশে কৃষ্ণচূড়া গাছগুলি ভরে গেছে ফুলে ফুলে

সব হত্যাচিহ্ন, মৃত্যুচিহ্ন, কান্নাচিহ্ন মুছে দিয়ে গেছে
যে অমেয় সময়স্রোত, উদাসীন মহাসমুদ্রতরঙ্গ—
তার পাশে স্থির এক ভালোবাসা-নির্মিত প্রাসাদের চূড়া
আমি সেই শীর্ষদেশ থেকে তোমাকে ডাকছি, এসো

এই সর্পিল পথ, এই ধ্বংসস্তূপ, এই আহির-ভৈরোঁর তান
তোমার পায়ের শব্দে জেগে উঠবে ব’লে,
এই সমাহিত ভোর, এই আকাশপ্রবাহ তোমার পায়ের রঙে
তোমার আরক্ত আঁচলের রঙে রঙিন হয়ে উঠবে ব'লে
তোমাকে ডাকছি, এসো
তোমাকে ডাকছি, বসন্তমঞ্জরী...




3 comments:

  1. উপেক্ষিৎ শর্মাApril 17, 2023 at 9:36 PM

    সুন্দর

    ReplyDelete
  2. খুব সুন্দর লেখা। কবিকে অভিনন্দন জানাই।

    ReplyDelete
  3. নমস্কার।আমি শম্পা সামন্ত।বিশ্বভারতীর বাংলাবিভাগের সুমিতাদির ছাত্রী। কবি, একটি ইউ জি সি কেয়ার লিস্টেড আন্তর্জাতিক পীয়ার রিভিউডপত্রিকার সম্পাদনা করছি।অন্তর্মুখ দ্বিভাষিক গবেশ্যহণা পত্রিকা।স্পনার কথা শুনেছি বন্ধুদের মুখে।যদি যোগাযোগ থাকে,নিজেকে সমৃদ্ধ বলে মনে করব।

    ReplyDelete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)