প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

শেষ থেকে শুরু [৫ম পর্ব] | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/সাপ্তাহিক/ধারাবাহিক/২য় বর্ষ/১ ৯ তম সংখ্যা/ ৩০শে কার্ত্তিক , ১৪৩১ ধারাবাহিক উপন্যাস পারমিতা চ্যাটার্জি শেষ থেকে শুরু [৫ম পর্ব...

Saturday, May 6, 2023

কান্নাকথা | অরূপ পান্তী

প্রথম বর্ষ/তৃতীয় সংখ্যা/সাপ্তাহিকী/৬ই মে, ২০২৩

কবিতা
অরূপ পান্তী

কান্নাকথা


পৃথিবীটা ঘুরছে আর তুমি রইলে স্থির
                 একটুও বদলালে না
ওলট-পালট রাস্তা যাচ্ছে চলে দূরে
মানি, সহ্য করি! অপেক্ষা করি!
কাকে আর দোষ দেব বলো
তালুতে রেখেছি চোখের জল, যেন পদ্মপাতায়
দিনযাপন এবং দিনযাপনের খেলা।

জানি তুমি দুঃখ দেবে বলে এসেছ
দুঃখ দিলে দাও—, দুঃখ পেলে আমি লিখতে বসি
যদিও জানি! কেউ কাউকে লেখে না।

পাথরেও ফোটে ফুল
ফুলের কথা ভুলের কথা,
মরা নদীগুলি বর্ষা ফিরে পাক
ভালবাসার কুসুম প্রস্তাব নিয়ে এসেছে যে বকুল
তারও চোখে অশ্রু
কান্না ছাড়া আর কোন শব্দই দেখি না।


4 comments:

  1. দীপক বেরাMay 6, 2023 at 8:43 AM

    খুব সুন্দর কাব্যিকতা।

    ReplyDelete
  2. খুব সুন্দর

    ReplyDelete
  3. সুন্দর, স্বচ্ছ ও ভালোলাগা কবিতা।

    ReplyDelete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)