বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/৪র্থ সংখ্যা/১৩ই
মে, ২০২৩
কবিতা
জয়িতা বসাক
মাছজন্ম
ভাঙা সেতুর নিচ দিয়ে এইমাত্র পেরিয়ে এলাম
গঙ্গা পদ্মার মোহনা, ইছামতীর জোয়ার...
প্রতিটি ঢেউয়ের শরীরে এখনও লেগে বিষন্নতা,
পুঁতে রাখা কাঁটাতার আজও ছায়া ফেলে হাঁটে
একই পলিমাটি, একই জলজ ফসলের ঘ্রাণ
আর পৌষের জলে ডুবে বনলতার নরম সুবাস
নদীর হাত ধরে কানে কানে বলে এসেছি
একবার অন্তত মাছজন্ম লিখে দিও...
সুবর্ণরেখা পেরিয়ে গাঙনার নিভৃত স্রোতে
অমলিন ভেসে যাব পশ্চিম থেকে পুবে,
আরো পুবে, ছুঁয়ে আসব রক্তিম সূর্যের সবুজ দেশ
আর ভাসতে ভাসতে সোনালি পাখনায় এঁকে নেব
আদিগন্ত বাংলার চিরশাশ্বত অক্ষরমালা...
গঙ্গা পদ্মার মোহনা, ইছামতীর জোয়ার...
প্রতিটি ঢেউয়ের শরীরে এখনও লেগে বিষন্নতা,
পুঁতে রাখা কাঁটাতার আজও ছায়া ফেলে হাঁটে
একই পলিমাটি, একই জলজ ফসলের ঘ্রাণ
আর পৌষের জলে ডুবে বনলতার নরম সুবাস
নদীর হাত ধরে কানে কানে বলে এসেছি
একবার অন্তত মাছজন্ম লিখে দিও...
সুবর্ণরেখা পেরিয়ে গাঙনার নিভৃত স্রোতে
অমলিন ভেসে যাব পশ্চিম থেকে পুবে,
আরো পুবে, ছুঁয়ে আসব রক্তিম সূর্যের সবুজ দেশ
আর ভাসতে ভাসতে সোনালি পাখনায় এঁকে নেব
আদিগন্ত বাংলার চিরশাশ্বত অক্ষরমালা...
কবির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
ReplyDeleteখুব ভালো লাগলো।
ReplyDeleteঅপূর্ব
ReplyDeleteদারুণ। বলেছ মাছ হয়ে পেরিয়ে যাব সব কাঁটাতার
ReplyDelete