বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/৪র্থ সংখ্যা/১৩ই মে, ২০২৩
কবিতা
নৃপেন চক্রবর্তী
একান্তই সবটা তোমাকে
ভালবাসি,
শুধু তোমাকেই নয়
তোমার শরীরী ছায়াও ভাল বাসি আমি!
পরিপূর্ণ ইচ্ছে খুশি নিয়ে
রক্তে মাংসে একান্তই সবটা তোমাকে।
তোমার ও দুটি চোখ, সে তো জানি
একান্তই তোমার নিজের।
তোমার নরম ঠোঁট, সে তো জানি
একান্তই তোমার নিজের।
পাখির শরীরের মতো
তোমার কোমল স্তন, সেও জানি
একান্তই তোমার নিজের।
নাভিতল ছুঁয়ে নেমে গেছে যে উপাসনা গৃহ
সেও তো তোমার জানি,
একান্তই তোমার নিজের।
এত কিছু জেনেও তোমাকেই ভালবাসি আমি,
পরিপূর্ণ ইচ্ছে খুশি নিয়ে
রক্তমাংসে একান্তই সবটা তোমাকে।
শুধু তোমাকেই নয়
তোমার শরীরী ছায়াও ভাল বাসি আমি!
পরিপূর্ণ ইচ্ছে খুশি নিয়ে
রক্তে মাংসে একান্তই সবটা তোমাকে।
একান্তই তোমার নিজের।
একান্তই তোমার নিজের।
তোমার কোমল স্তন, সেও জানি
একান্তই তোমার নিজের।
সেও তো তোমার জানি,
একান্তই তোমার নিজের।
পরিপূর্ণ ইচ্ছে খুশি নিয়ে
রক্তমাংসে একান্তই সবটা তোমাকে।
বারবার পড়ার মতো কবিতা।
ReplyDeleteপ্রিয় নৃপেণদা কে অভিনন্দন।
ReplyDelete