প্রাপ্তমনস্কদের পত্রিকা

মুনিয়াকে বিজিত | অজয় দেবনাথ ও সুচরিতা চক্রবর্তী

  বাতায়ন/মাসিক/ যুগলবন্দি /৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র , ১৪৩২ যুগলবন্দি | অজয় দেবনাথ ও সুচরিতা চক্রবর্তী অজয় দেবনাথ   মুনিয়াকে বিজিত ...

Saturday, May 13, 2023

একান্তই সবটা তোমাকে | নৃপেন চক্রবর্তী

বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/৪র্থ সংখ্যা/১৩ই মে, ২০২৩

 

কবিতা
নৃপেন চক্রবর্তী

একান্তই সবটা তোমাকে


ভালবাসি,
শুধু তোমাকেই নয়
তোমার শরীরী ছায়াও ভাল বাসি আমি!
পরিপূর্ণ ইচ্ছে খুশি নিয়ে
রক্তে মাংসে একান্তই সবটা তোমাকে।

তোমার ও দুটি চোখ, সে তো জানি
একান্তই তোমার নিজের।

তোমার নরম ঠোঁট, সে তো জানি
একান্তই তোমার নিজের।

পাখির শরীরের মতো
তোমার কোমল স্তন, সেও জানি  
একান্তই তোমার নিজের।

নাভিতল ছুঁয়ে নেমে গেছে যে উপাসনা গৃহ
সেও তো তোমার জানি,
একান্তই তোমার নিজের।

এত কিছু জেনেও তোমাকেই ভালবাসি আমি,
পরিপূর্ণ ইচ্ছে খুশি নিয়ে 
রক্তমাংসে একান্তই সবটা তোমাকে।

2 comments:

  1. বারবার পড়ার মতো কবিতা।

    ReplyDelete
  2. প্রিয় নৃপেণদা কে অভিনন্দন।

    ReplyDelete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)