বাতায়ন/মাসিক/কবিতা/৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র, ১৪৩২
কবিতা
বিরথ চন্দ্র মণ্ডল
প্রদেশ
সে প্রদেশ দিনরাত্রি ঘুমে
ঢুলুঢুলু
ক্ষারীয় দ্রবণ ছড়ায় পুকুর-মাঠঘাট
শষ্যের উপর দিয়ে অহরহ ঝড়ের দাপট
ফুঁ মন্ত্রে পরিয়ে দেয় কবচ মাদুলি!
শেখায় অন্ধত্ব, নির্ভরতার পাঠ।
শিক্ষা এবং সচেতনতা
সদর্পে তাসের আড্ডায়!
কবিতা
বিরথ চন্দ্র মণ্ডল
নিবিড় ধ্যানে বসে আছে অখণ্ড
ভারত
শুধু ছোট্ট এক প্রদেশ ছাড়া!
ক্ষারীয় দ্রবণ ছড়ায় পুকুর-মাঠঘাট
শষ্যের উপর দিয়ে অহরহ ঝড়ের দাপট
ফুঁ মন্ত্রে পরিয়ে দেয় কবচ মাদুলি!
শেখায় অন্ধত্ব, নির্ভরতার পাঠ।
শিক্ষা এবং সচেতনতা
সদর্পে তাসের আড্ডায়!
No comments:
Post a Comment