বাতায়ন/মাসিক/কবিতা/৩য়
বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র,
১৪৩২
কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
কোনো
কিছুর জন্য
কোনও কিছুর
জন্যে কেউ কখনো বসে থাকে না
জীবন যৌবন ধনমান... ডাক্তার তাবিজ আন্দোলনের মতো অনিবার্যতা... শুধু মাঝে মাঝে
গভীর শিকড়ে ফেরে পূর্বাভাস বোধগম্য চিহ্ন ছাড়াই
লক্ষণরেখার মাঝে দাঁড়িয়ে হাসিতে উপচে পড়তে পড়তে কান্নার অবিরল ধ্বংসযজ্ঞের ধারায় মৃত্যু নেমে আসে মাস্তুলে... আচরণে প্রকরণে সর্বোপরি...
কোনো কিছুর
জন্যে কেউ বসে থাকে না
আলো হোক অন্ধকার হোক সমুদ্র, স্বর্গ মর্ত্য সসাগরা... প্রেম রজনিগন্ধা... মার্কস লেনিন গান্ধী সুভাষ... শুধু মাঝে মাঝে দু দশক চার দশক বাদে বাদে বলে যায় কেউ কেউ... এই যা...
কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
কোনো কিছুর
জন্যে কেউ বসে থাকে না
না সময় না
নদী না নারী না জন্মজন্মান্তর লুপ্ত হাহাকার অবিভাজ্য, শুধু মাঝে
মাঝে স্খলিত উল্কার মতো আলো গায়ে এসে লাগে আর মানুষ উত্তেজিত হয়, বিচ্ছিন্ন
সাঁকোর মাঝে দাঁড়িয়ে পালকহীন ডানার হাড় সম্বল করে একসময় জলস্তর শান্ত হয়ে আসে
জীবন যৌবন ধনমান... ডাক্তার তাবিজ আন্দোলনের মতো অনিবার্যতা... শুধু মাঝে মাঝে
গভীর শিকড়ে ফেরে পূর্বাভাস বোধগম্য চিহ্ন ছাড়াই
লক্ষণরেখার মাঝে দাঁড়িয়ে হাসিতে উপচে পড়তে পড়তে কান্নার অবিরল ধ্বংসযজ্ঞের ধারায় মৃত্যু নেমে আসে মাস্তুলে... আচরণে প্রকরণে সর্বোপরি...
আলো হোক অন্ধকার হোক সমুদ্র, স্বর্গ মর্ত্য সসাগরা... প্রেম রজনিগন্ধা... মার্কস লেনিন গান্ধী সুভাষ... শুধু মাঝে মাঝে দু দশক চার দশক বাদে বাদে বলে যায় কেউ কেউ... এই যা...
No comments:
Post a Comment