বাতায়ন/মাসিক/কবিতা/৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র, ১৪৩২
কবিতা
নজর উল ইসলাম
নিরুক্ত
শিকার
কবিতা
নজর উল ইসলাম
একটা প্রেমপাখির আঁচলে লিখেছি
অভিশপ্ত দিনাতিপাত
অবর্ণনীয় কিছু মোহকুঞ্জ
ব্যথাতুর নিস্পৃহ বেদনাবোধ
জীবন্ত নিহত বেওয়ারিশ লাশের
উড়িয়ে যাওয়া ধুলো
যা কেবল মনফুল সংগত উন্মন
আগুনের ফুটন্ত চাঁদ
যেটুকু খাতায় এঁকেছি তারও চেয়ে হাজার মুহূর্ত মনঘরে বন্দি
কতদিন আর হেঁটে যাব... কতদিন... নিজেকে হারিয়ে
মাঝে মাঝে খুব মনে পড়ে দ্রোহকাল-সংঘাত-নিঃস্বতা
পৃথিবীর প্রবাহমান জীবন কী দূর অনন্তের দিকে চেয়ে থাকে
কবে ইচ্ছেঝুরি নামবে কবে শুশ্রূষার সুগম পথ—
আঙুলের লালনপাখি পবিত্রতায় নাচবে নির্জনতায়
ঋতুমতী হবে তোমার মনজমিন খোরাকি রোমকূপে
কোথায় আমাদের হারানো আকাশ কোথায় কারুশিল্প
কোন মেঘে আমরা ভিজব নিরুক্ত শিকারে বলো...
যেটুকু খাতায় এঁকেছি তারও চেয়ে হাজার মুহূর্ত মনঘরে বন্দি
কতদিন আর হেঁটে যাব... কতদিন... নিজেকে হারিয়ে
মাঝে মাঝে খুব মনে পড়ে দ্রোহকাল-সংঘাত-নিঃস্বতা
পৃথিবীর প্রবাহমান জীবন কী দূর অনন্তের দিকে চেয়ে থাকে
কবে ইচ্ছেঝুরি নামবে কবে শুশ্রূষার সুগম পথ—
আঙুলের লালনপাখি পবিত্রতায় নাচবে নির্জনতায়
ঋতুমতী হবে তোমার মনজমিন খোরাকি রোমকূপে
কোথায় আমাদের হারানো আকাশ কোথায় কারুশিল্প
কোন মেঘে আমরা ভিজব নিরুক্ত শিকারে বলো...
বেশ ভালো লাগলো
ReplyDelete