বাতায়ন/মাসিক/কবিতা/৩য়
বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র,
১৪৩২
কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
বাদ
পড়েনি কেউ
কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
আকাশে ভেসে
যাওয়া সাদা পাখি ঠান্ডায় কুঁকড়ে
গেলেও ছুটছে, নীচে বৃষ্টি
পৃথিবীর নরম মাটি ভিজিয়ে দেবে বরফ হয়ে যাবে বলে চিৎকার করে
মাঝে মাঝে
গাছের পাতারা উড়বে নদীর বালির উপর, ছেঁড়া ছেঁড়া আগুন লাগাল কেউ কি
স্কুল ছুট বন্ধুরা আসলেই ভুলতে চেয়েছিল কি
মুখ আর মুখোশ নিয়ে ভদ্রতার হাসিকান্না আর কিছুদিন বাদে উঠে যাবে, অপরিচয়ের সম্পর্ক সাধনা তুলনাহীন জীবন চিনতে না পারার দুঃখ
পরাগে পুংকেশর নরম সুখে যেখানে নারীরা নিষ্ঠুরতম খেলা খেলবে, হাওয়ায় হাওয়ায় মিশে যাবে পাখি জন্মের আস্বাদ পালক লুকানো দুপুর বেলায়
তখন শুকনো ঠোঁটের উপর নৌকো ভাসিয়ে নিয়ে চলে যাবে পরাণ মাঝি
পড়ে থাকবে ছই ও ছাইভস্ম যেন কবরস্থানের কালো অট্টহাসির অবাক ফোয়ারা
ক্যানভাসে প্রিয়জনের মুখ
জলে ভেসে যাওয়া পাপ পুণ্য খড়কুটো চাঁদ সদাগরের গোপন কুঠুরি এমনকি আত্মহত্যার ডায়েরি
জঙ্গলে জঙ্গলে দাবানল যেখানে লস অ্যাঞ্জেলেসও
বাদ পড়েনি হিংসায়...
স্কুল ছুট বন্ধুরা আসলেই ভুলতে চেয়েছিল কি
মুখ আর মুখোশ নিয়ে ভদ্রতার হাসিকান্না আর কিছুদিন বাদে উঠে যাবে, অপরিচয়ের সম্পর্ক সাধনা তুলনাহীন জীবন চিনতে না পারার দুঃখ
পরাগে পুংকেশর নরম সুখে যেখানে নারীরা নিষ্ঠুরতম খেলা খেলবে, হাওয়ায় হাওয়ায় মিশে যাবে পাখি জন্মের আস্বাদ পালক লুকানো দুপুর বেলায়
তখন শুকনো ঠোঁটের উপর নৌকো ভাসিয়ে নিয়ে চলে যাবে পরাণ মাঝি
পড়ে থাকবে ছই ও ছাইভস্ম যেন কবরস্থানের কালো অট্টহাসির অবাক ফোয়ারা
ক্যানভাসে প্রিয়জনের মুখ
জলে ভেসে যাওয়া পাপ পুণ্য খড়কুটো চাঁদ সদাগরের গোপন কুঠুরি এমনকি আত্মহত্যার ডায়েরি
জঙ্গলে জঙ্গলে দাবানল যেখানে লস অ্যাঞ্জেলেসও
বাদ পড়েনি হিংসায়...
No comments:
Post a Comment