প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

মাতৃত্ব | অর্পিতা সাহা

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প অর্পিতা সাহা   মাতৃত্ব ...

Saturday, May 6, 2023

অগ্নিস্নান | উপাসনা সরকার

প্রথম বর্ষ/তৃতীয় সংখ্যা/সাপ্তাহিকী/৬ই মে, ২০২৩

কবিতা
উপাসনা সরকার

অগ্নিস্নান



এদিক-ওদিক ছড়িয়ে আছে এত শত
মিথ্যে ভালবাসা
এসব চাওনি বলেই তো
একঘরে হয়ে মাথা তুলে
দাঁড়িয়ে আছ সূর্যের দিকে

যদি দাও তো পরিপূর্ণ শুদ্ধ হয়ে দাও
যদি চাও তো হাত নিয়ে বুকে রেখে
আওয়াজের ওপর রেখে
শোনাও লাবডুব লাবডুব
“তুমি তুমি তুমি”

মিথ্যে তো দেখলে কতই
হাত মুখ নাক চোখ
পুড়ে পুড়ে গেল

কে যেন বলল “ছাই”
কে যেন বলল “ফেলে দাও গঙ্গায়। শান্ত হবে”

ধুয়ে মুছে পায়ে জল দিয়ে ফিরে এসে
ফের মাথা ব্যথা

সরিয়ে সরিয়ে পর্দার মুখ টেনে
ঘুম আসে ফের

মিথ্যে শুনবে না
দেখবে না
বলবে না কোনদিন

ভালবাসা হয়
সত্যির থেকে শুদ্ধ
চিতার আগুন যেমন?


2 comments:

  1. দীপক বেরাMay 6, 2023 at 8:41 AM

    খুব সুন্দর!

    ReplyDelete
  2. খুব সুন্দর

    ReplyDelete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)