মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ এবং মননশীল জীব। অন্যান্য সকল জীবকুলের থেকে তাদের মধ্যে ব্যতিক্রমী বৈচিত্র্য থাকাই স্বাভাবিক। কাজেই মানবসমাজে মক্ষীরানির মতো বৃত্তের কেন্দ্রে থাকতে পছন্দ করার মানুষীর অভাব নেই। পুরুষরাও অবশ্য কম যান না। আসলে সভ্যতার শুরু থেকে সমাজের সিংহভাগ কর্তৃত্ব পুরুষের দখলে থাকায় প্রায় সব উপমাই এমন একপেশে। দুর্জনেরা বলে থাকেন, যদি দ্রৌপদী না থাকত পঞ্চপাণ্ডবের অস্তিত্বই থাকত না, থাকলেও তা হত অন্যরকম। তবে কি দ্রৌপদীর জন্যই পঞ্চ পাণ্ডব নাকি পঞ্চপাণ্ডবের জন্যই দ্রৌপদী? কে জানে, দুর্জনের কথা বোঝা ভার!
বর্তমান সমাজে নারী-পুরুষের সমানাধিকার। নারী সমাজের অর্ধেক আকাশ। ভাল। কিন্তু কিছু কিছু নারী (পুরুষও) বৃত্তের কেন্দ্রে থাকতে চেয়ে ভালমন্দের তোয়াক্কা না করেই শুধুমাত্র সুবিধা ভোগের জন্য যা-যা করেছেন এবং করছেন তা তারা নিজেরাই কি মন থেকে সমর্থন করেন? মনের আয়নায় দেখেন নিজেদের! মনে হয় না। অবশ্য শ্রেষ্ঠ জীবের কাছে শ্রেষ্ঠ মুখোশ না থাকাই অস্বাভাবিক!
No comments:
Post a Comment