বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৮তম সংখ্যা/২২শে ভাদ্র, ১৪৩০
কবিতা
তপন মাইতি
অন্দরমহলে সে
সইতে হবে অনেক কিছুই
সইতে হবে মনে
সইতে হবে লোকের কথা
তুফান উঠলে বনে।
ফোনে ফোনে আর কতদিন?
দেখা হবে চোখে
বুকের ভেতর ব-দ্বীপ
জাগলে, মনকে কে আর রোখে?
কথায় কথায় দিন যে
ফুরায় বসে শালিক পাখি
উঠোন জুড়ে খেলে রোদ্দুর খোলে মনের আঁখি।
পুষে রাখা অচিন পাখি
বলে ফোনে কথা
আস্তে আস্তে জড়িয়ে যায় গুল্ম ফুলের লতা।
সুন্দর কথা বলতে পারলে
মনে খুশির হাসি
মনে মনে হাসলে পাগল বলে ভালবাসি।
ব্যস্ত কাজের মধ্যে তবু
কেমন করে মন
ভুবন ডাঙার মাঠে যেন উদাসী নির্জন।
ফোনটা কাছে সময় আছে
একটু হৃদয় জুড়ায়
থাকলে দূরে হয় না মনে সুখের ঝিনুক কুড়ায়।
উঠোন জুড়ে খেলে রোদ্দুর খোলে মনের আঁখি।
আস্তে আস্তে জড়িয়ে যায় গুল্ম ফুলের লতা।
মনে মনে হাসলে পাগল বলে ভালবাসি।
ভুবন ডাঙার মাঠে যেন উদাসী নির্জন।
থাকলে দূরে হয় না মনে সুখের ঝিনুক কুড়ায়।
No comments:
Post a Comment