বাতায়ন/গল্পাণু/১ম
বর্ষ/১৭তম সংখ্যা/৮ই ভাদ্র, ১৪৩০
গল্পাণু
অঞ্জন ব্যানার্জ্জি
মৎস্যপুরাণ
ঘনঘন বোমা বিষ্ফোরণের আওয়াজ। রাস্তায় সশস্ত্র মানুষের পদশব্দ। বাতাসে পোড়া গন্ধ। সাধারণ
মানুষের চিৎকার, আর্তনাদ। দুই পক্ষের এলাকা দখলের সংঘর্ষে উত্তপ্ত শিল্পাঞ্চল। অঞ্চলের
নিত্যনৈমিত্তিক ঘটনা। মাঝে মাঝে পুলিশ প্রশাসনের পদক্ষেপ, কয়েকদিনের সাময়িক বিরতি। সন্ত্রাসের আগুন নেভে না। ধিকিধিকি জ্বলে। হঠাৎ অনুঘটকের
স্পর্শে তীব্র হয়। দু’পক্ষই শক্তিমান। দু’পক্ষের ভাষা ভিন্ন। এক দলের ভাষায় অন্য দল
বহিরাগত।
বিশ্বম্ভরের ঘরে মাছের অ্যাকোয়ারিয়াম। ভিন্ন দেশ-প্রদেশে জাত বিভিন্ন রঙের
বিভিন্ন আকারের মাছের সংগ্রহ। এক জলে ওদের মিলেমিশে বাস। কোন প্রাচীর নেই। ওদের
অবাধ বিচরণ। পুরাণে আছে মৎস্য পৃথিবীর প্রথম মানুষ মনুকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা
করেছিল। উদ্বিগ্ন বিশ্বম্ভর মৎস্যপুরাণ খুলে বসল। তার
আশা, নিশ্চয়ই পাবে দ্বন্দ্ব সমাধানের সূত্র।
সমাপ্ত
No comments:
Post a Comment