প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দেবীর বিসর্জন | বিশ্ব প্রসাদ ঘোষ

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা বিশ্ব প্রসাদ ঘোষ দেবীর বিসর্জন তুমি ...

Tuesday, October 3, 2023

শারদ | শরৎ | ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল

শরৎ


চকচকে বৃষ্টির স্মিতহাসি
জানায় শারদীয়া ভোর
তোমার উঠোনে পড়ে থাকা শেফালি
মাড়িয়ে চলে যায় গনগনে ক্রোধ
ঢাকের কাঠিতে ঢাকে লজ্জা
কাশেরা ভুলিয়ে দেয় আপশোশ।

তোমাকে মর্মে মর্মে চিনতে গিয়ে
নতুন ধারাপাত শিখতে হলো
আজও তো মেঘের ফাঁকে ফাঁকে
ত্রিশূলরূপী আলোর বিচ্ছুরণ।
 
এখনো কাজলাদিঘির অতল কালো জলে
শরৎ এসে পদ্মসোহাগ হয়ে ভাসে
আকাশনীলে আঁকিবুকি কাটে শারদীয়া
আদুর গায়ে বংশী বাজায় ছেলে। 
 
বৃষ্টি মাথায় ঘর ভেসেছে জলে
শরৎ আসুক দুঃখ উজান ঠেলে।

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)