বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে
আশ্বিন, ১৪৩০
শারদ | কবিতা
অলক চক্রবর্তী
বিসর্জনের রাত
নদীতীর লোকারণ্য
একে একে মূর্তি সব নিক্ষিপ্ত বিলীন
“আসছে বছর আবার হবে—”
শান্তিজল মাথায়, কোলাকুলি সিঁদুর মাখা
এ কি ঠিক বিসর্জন?
আবাহনও তো হয়ে
থাকল আগামীর।
কিন্তু সবাই
চলে গেলে দেখা গেল—
একটি মূর্তি তখনও পরিত্যক্ত
আঁধারে একা নদীর দিকে অপলক
অপেক্ষায় কারও, কেউ নেই কোথাও
কাছাকাছি যদিও হাওয়া হিমেল দশমীর চাঁদ
বেদনায় বিদায়ী মালকোশ।
অসুরের কাঠামো
নিয়ে একা বিষন্ন মূর্তি
ত্রিশূল বিদ্ধ বুক, প্রসারিত দুই চোখ অনুসন্ধানী
কেউ নেই
কেউ নেই!
হিমেল হাওয়া
মালকোশ
বিদায় দশমী।
একে একে মূর্তি সব নিক্ষিপ্ত বিলীন
“আসছে বছর আবার হবে—”
এ কি ঠিক বিসর্জন?
একটি মূর্তি তখনও পরিত্যক্ত
আঁধারে একা নদীর দিকে অপলক
অপেক্ষায় কারও, কেউ নেই কোথাও
বেদনায় বিদায়ী মালকোশ।
ত্রিশূল বিদ্ধ বুক, প্রসারিত দুই চোখ অনুসন্ধানী
কেউ নেই
কেউ নেই!
বিদায় দশমী।
অসাধারন
ReplyDeleteঅপূর্ব। খুব ভালো লাগলো।...
ReplyDeleteভালো লাগলো
ReplyDelete