বাতায়ন/শারদ/কবিতা/১ম
বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০
শারদ | কবিতা
প্রভাত শতপথী
অভিমান
ডাকলেই যদি পাখি হয়ে
যাও
আমি বিহঙ্গ রঙে সাজি
কথা তবু যেন ঝাপটায় ডানা
নীড় খোঁজে সুর আজি…
খুলেছি আকাশ আক্রোশ
ছেড়ে
বাজে পদাবলী গান
বেঁধেছি বক্ষ সপ্তক তারে
লুটে নাও অভিমান।
আমি বিহঙ্গ রঙে সাজি
কথা তবু যেন ঝাপটায় ডানা
নীড় খোঁজে সুর আজি…
বাজে পদাবলী গান
বেঁধেছি বক্ষ সপ্তক তারে
লুটে নাও অভিমান।
No comments:
Post a Comment