প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দেবীর বিসর্জন | বিশ্ব প্রসাদ ঘোষ

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা বিশ্ব প্রসাদ ঘোষ দেবীর বিসর্জন তুমি ...

Tuesday, October 3, 2023

শারদ | শরৎ আকাশ এবং কাশ মন | উজ্জ্বল পায়রা

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
উজ্জ্বল পায়রা

শরৎ আকাশ এবং কাশ মন


মনের মাঝে ঢাক গুড়গুড় ভাদর মেঘে পয়লা নদী
মেঘে ওড়া পক্ষীরাজ হাত-নাগালে থাকত যদি

শরৎ আকাশ চষে নিতাম মেঘের আঁচল ছুঁতে ছুঁতে
মনটা সোঁতা কাগজ নৌকো খাল পেরিয়ে সমুদ্রেতে
 
সমুদ্র— সে তো অগাধ-অবাধ ঢেউগুলো তার উতল হাসি
না বাবা থাক, খাল বিলেতেই নৌকো করে ঘুরে আসি
 
খাল বিলেতে নৌকো লাগে! খিলখিলিয়ে বৃষ্টি বলে
বৃষ্টি জলে ভিজতে ভিজতে ডুব সাঁতারে যেতাম চলে
 
ও জল জুড়ে শালুক পদ্ম আঁচল ভরে তুলতে গিয়ে
সারি সারি কাশের সাদা ডাকছে দেখি ঘাড় উঁচিয়ে
 
ঘাসের উপর শিউলি চাদর কোঁচড় ভরা নাড়ু খই  
আলতা পায়ে কার আগমন বুকের মধ্যে তা থই থই…

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)