বাতায়ন/শারদ/কবিতা/১ম
বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০
শারদ | কবিতা
দেবকুমার মুখোপাধ্যায়
তুমিও নদীর মতো
যত দেখি তোমাকে নদীর
মতো লাগে।
বয়ে যাওয়া জোয়ারে, ভাটায়
এক দেশ থেকে অন্য দেশে,
জমি গর্ভবতী হলে বৃক্ষের আশ্রয়।
জনপদ ভাসায়, ডোবায়
চড়া পড়ে বুকে,
কেউ কেউ বাঁধ দিয়ে
জলস্রোতে শিকল পরায়।
এক ভূমি থেকে নিয়ে
অন্য ভূমিতে
তুমিও প্রোথিত হও,
এক কোল থেকে যাও অন্য ঠিকানায়,
তারপর অন্নপূর্ণা
স্বামী, পুত্র, কন্যার মঙ্গল
একমাত্র তোমার সাধনা।
শেষকালে কেউ কেউ
পরিত্যক্ত
স্রোতহীন নদীর মতন।
বয়ে যাওয়া জোয়ারে, ভাটায়
এক দেশ থেকে অন্য দেশে,
জমি গর্ভবতী হলে বৃক্ষের আশ্রয়।
চড়া পড়ে বুকে,
কেউ কেউ বাঁধ দিয়ে
জলস্রোতে শিকল পরায়।
তুমিও প্রোথিত হও,
এক কোল থেকে যাও অন্য ঠিকানায়,
তারপর অন্নপূর্ণা
স্বামী, পুত্র, কন্যার মঙ্গল
একমাত্র তোমার সাধনা।
স্রোতহীন নদীর মতন।
No comments:
Post a Comment