প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | বৃষ্টি তোর সাথে

বাতায়ন /কবিতাগুচ্ছ /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | বৃষ্টি তোর সাথে মণিজিঞ্...

Tuesday, October 3, 2023

শারদ | ভবিষ্যতের কবিতা | দীপক বেরা

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
দীপক বেরা

ভবিষ্যতের কবিতা


তোমার সন্ধ্যার পথে বিপুল নীরবতা 
তাকে মুঠোভর্তি অংশু দিতে চেয়েছি
আলো চাই… আরও আলো চাই বলে
গূঢ়ার্থবাহী কবিতার আসরে সমাদরে
কতবার আমন্ত্রণ জানিয়েছি—

ভেবেছিলাম তোমার সবটুকু রাত
একচুমুকেই শুষে নেব
তবু বলি, এভাবে ভাঙতে চাইনি
তোমার রোদ ও বিশ্বাস
ভাঙা কার্নিশে বহু ক্লেদ জমা রেখে
বটচারা একদিন মহীরুহ হবে
একটা ভগ্নস্তূপকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে
নিশ্চিত ভাঙনকে রুখে দেওয়ার আশ্চর্য দৃঢ়তায়
কতটা যন্ত্রণার অথবা সুখের এই বেঁচেবর্তে থাকা
শুধু জীবনকে ছুঁয়ে, বয়ে চলা এক চেতনাপ্রবাহ
সুতোখসা বোতামের বুকে ব্যথিত শ্বাস
তবু অন্তিম বিশ্বাসটুকু নিয়ে ঝুলে থাকা টান
জানি, একদিন তুমিই হবে ভবিষ্যতের কবিতা
শব্দ-প্রণয়় রোদেলা উপাখ্যানে…

7 comments:

  1. খুব ভালো- জয়িতা

    ReplyDelete
    Replies
    1. আন্তরিক ভালোবাসা ও অশেষ ধন্যবাদ। ❤️💕

      Delete
    2. আন্তরিক ভালোবাসা ও অশেষ ধন্যবাদ।

      Delete
  2. খুব সুন্দর কবিবন্ধু।

    ReplyDelete
    Replies
    1. আন্তরিক ভালোবাসা আমার। খুব ভালো থাকবেন। ❤️🙏

      Delete
  3. সত্যিই দারুণ ভাবাবেগপূর্ণ!!

    ReplyDelete
    Replies
    1. আন্তরিক ভালোবাসা ও অশেষ ধন্যবাদ। 💖🙏

      Delete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)