বাতায়ন/শারদ/কবিতা/১ম
বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০
শারদ | কবিতা
দীপক বেরা
ভবিষ্যতের কবিতা
তোমার সন্ধ্যার পথে
বিপুল নীরবতা
তাকে মুঠোভর্তি অংশু দিতে চেয়েছি
আলো চাই… আরও আলো চাই বলে
গূঢ়ার্থবাহী কবিতার আসরে সমাদরে
কতবার আমন্ত্রণ জানিয়েছি—
ভেবেছিলাম তোমার সবটুকু
রাত
একচুমুকেই শুষে নেব
তবু বলি, এভাবে ভাঙতে চাইনি
তোমার রোদ ও বিশ্বাস
ভাঙা কার্নিশে বহু ক্লেদ জমা রেখে
বটচারা একদিন মহীরুহ হবে
একটা ভগ্নস্তূপকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে
নিশ্চিত ভাঙনকে রুখে দেওয়ার আশ্চর্য দৃঢ়তায়
কতটা যন্ত্রণার অথবা সুখের এই বেঁচেবর্তে থাকা
শুধু জীবনকে ছুঁয়ে, বয়ে চলা এক চেতনাপ্রবাহ
সুতোখসা বোতামের বুকে ব্যথিত শ্বাস
তবু অন্তিম বিশ্বাসটুকু নিয়ে ঝুলে থাকা টান
জানি, একদিন তুমিই হবে ভবিষ্যতের কবিতা
শব্দ-প্রণয়় রোদেলা উপাখ্যানে…
তাকে মুঠোভর্তি অংশু দিতে চেয়েছি
আলো চাই… আরও আলো চাই বলে
গূঢ়ার্থবাহী কবিতার আসরে সমাদরে
কতবার আমন্ত্রণ জানিয়েছি—
একচুমুকেই শুষে নেব
তবু বলি, এভাবে ভাঙতে চাইনি
তোমার রোদ ও বিশ্বাস
ভাঙা কার্নিশে বহু ক্লেদ জমা রেখে
বটচারা একদিন মহীরুহ হবে
একটা ভগ্নস্তূপকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে
নিশ্চিত ভাঙনকে রুখে দেওয়ার আশ্চর্য দৃঢ়তায়
কতটা যন্ত্রণার অথবা সুখের এই বেঁচেবর্তে থাকা
শুধু জীবনকে ছুঁয়ে, বয়ে চলা এক চেতনাপ্রবাহ
সুতোখসা বোতামের বুকে ব্যথিত শ্বাস
তবু অন্তিম বিশ্বাসটুকু নিয়ে ঝুলে থাকা টান
জানি, একদিন তুমিই হবে ভবিষ্যতের কবিতা
শব্দ-প্রণয়় রোদেলা উপাখ্যানে…
খুব ভালো- জয়িতা
ReplyDeleteআন্তরিক ভালোবাসা ও অশেষ ধন্যবাদ। ❤️💕
Deleteআন্তরিক ভালোবাসা ও অশেষ ধন্যবাদ।
Deleteখুব সুন্দর কবিবন্ধু।
ReplyDeleteআন্তরিক ভালোবাসা আমার। খুব ভালো থাকবেন। ❤️🙏
Deleteসত্যিই দারুণ ভাবাবেগপূর্ণ!!
ReplyDeleteআন্তরিক ভালোবাসা ও অশেষ ধন্যবাদ। 💖🙏
Delete