প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

যেতে হলে চলে যাও | জয়িতা চট্টোপাধ্যায়

বাতায়ন /কবিতা /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা জয়িতা চট্টোপাধ্যায়   যেতে ...

Tuesday, October 3, 2023

শারদ | শরৎ এলো | তূয়া নূর

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
তূয়া নূর

শরৎ এলো


শরৎ এলো বর্ষা শেষে ধান ফসলের মেলায়,
নায়র এলো যেন উড়ে টুকরো মেঘের ভেলায়।
 
মুগ্ধ করা দিঘির বুকে শাপলা ফুটে থাকে,
নতুন জলে নাইতে এসে ডাহুক ছানা ডাকে।
 
একূল-ওকূল যায় না দেখা বাওড় ভরা জল,
ডানা মেলে সারি বেঁধে ওড়ে বকের দল।
 
ধানের ক্ষেতে দোলা লাগে দুঃখ গেছে ভেসে,
মায়ায় ভরা আদর নিয়ে শরৎ এলো শেষে।

1 comment:

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)