বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০
শারদ
| কবিতা
জেসমিন আক্তার
পুলক পুষ্ট সময় তরি
শরতের ভাসা ভাসা মেঘ
আকাশে সাদা বকের ঝাঁক
স্নিগ্ধ হাওয়ায় দিগন্ত নিশানা খোঁজে প্রণয়ী কদমফুল…
বৃষ্টি ভেজা শরীর ঘ্রাণে
সাহসী ময়ূরী নাচে পেখম মেলে সারারাত—
বর্ষাহীনে মাতাল থাকে তালপাকা রোদ…
শুষ্ক হাওয়ার নিঃশ্বাসে ম্রিয়মাণ
কোকিলের কুহুতান।
পুলক পুষ্ট সময় তরিতে আঁকা থাকে
বসন্তের নীল চোখ—
আকাশে সাদা বকের ঝাঁক
স্নিগ্ধ হাওয়ায় দিগন্ত নিশানা খোঁজে প্রণয়ী কদমফুল…
সাহসী ময়ূরী নাচে পেখম মেলে সারারাত—
শুষ্ক হাওয়ার নিঃশ্বাসে ম্রিয়মাণ
কোকিলের কুহুতান।
বসন্তের নীল চোখ—
অসাধারণ! অনেক শুভকামনা তো জন্য। গুনি মানুষরা সবসময় সুন্দর থাকুক এই কাৃনা করি❤️
ReplyDeleteধন্যবাদ। আশীর্বাদ কর🙏
ReplyDelete