প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

মাতৃত্ব | অর্পিতা সাহা

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প অর্পিতা সাহা   মাতৃত্ব ...

Friday, October 27, 2023

স্বাগত আষাঢ় | জুঁই রায়

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০

কবিতা
জুঁই রায়

স্বাগত আষাঢ়


আকাশি দোয়াতে মেঘের পালকে মন
ভাসিয়ে নিয়েছে ভাবনার খড়কুটো
দিনে দিনে প্রেম উদ্বায়ী কর্পূর
আষাঢ় নিয়েছে ফসলের ভার দুটো

হিসাব মেলে না, পুরনো অঙ্কে ভুল
যেমনটি সেই বিনোদ স্যারের ক্লাসে
চাবুকের ঘায়ে অঙ্কিত অনুরাগ
এনেছে আষাঢ় বৃষ্টির বিন্যাসে
 
সুখে বা দুঃখে গোপন অঙ্গীকার
আকাশি আবেগে ঢেলে দেয় উষ্ণতা
ফেলে গেছে কেউ আলগোছে উদাসীন
আষাঢ়ের প্রেমে বেড়ে ওঠে সোমলতা
 
আষাঢ়ে আকাশে কুতূহলী হুল্লোড়
বাতাসের সাথে মেঘেদের কানাকানি
আসলে এখানে আষাঢ় বারোটা মাস
পরনের শাড়ি মেঘরঙা জামদানি!
 
ফুল ফোটা কোনো বাসন্তী বৈকাল
মেঘাচ্ছন্ন পড়শি আষাঢ় মাসে
চির বরষায় বানভাসি যৌবন
কদমের ঘ্রাণে তবুও আষাঢ় আসে
 
আসলে এখানে মেঘ মেঘ ঘরদোর
আসলে এখানে বৃষ্টি বৃষ্টি নেশা
আসলে এখানে শিল্পিত কোন্দল
শিল্পেই ঢাকে বার্ষিক মেলামেশা
 
তবুও এখানে নেই নেই সারাদিন
মাথার উপরে মাথা ভেজানোর ফুটো
আষাঢ় ফুরোলে নতুন খড়ের চাল
স্বাগত আষাঢ়, ফসল ফলাও দুটো

2 comments:

  1. ভালো লেগেছে।

    ReplyDelete
  2. ভালো লেগেছে।

    ReplyDelete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)