বাতায়ন/শারদ/গল্পাণু/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০
শারদ | গল্পাণু
অজয় দেবনাথ
বিসর্জন
তিনটে গাড়িতে অনিচ্ছা সত্ত্বেও বারো জন প্রাক্তন বন্ধু মিলে ঠাকুর দেখতে গেল ব্যাচেলর বিজন। ঠাকুর দেখে কোন ক্লাবে ড্রিংকস, আড্ডা… কিন্তু শ্রীভূমি থেকেই বিজন একা…
এক নবমীর রাতে শ্রীভূমির দীর্ঘ লাইনে ছিল দু’জন। লাস্যময়ী, মদির চোখে জানিয়েছিল, একটা পরীক্ষায় পাশ করলেই দারুণ গিফট… গিফট পেতে কার না ভাল লাগে। অধৈর্য বিজন মরিয়া… জেনেছিল, শীর্ষেন্দুর ‘বাজি’র মতো বেলুন ফাটাতে হবে। অনায়াসেই জিতেছিল বিজন। কিন্তু গিফট আর পায় না।
একদিন ফোন করে এসে দীর্ঘ চুমু… তার ডাগর শরীর বিজনের শরীরে মিশে… এভাবেই বছর দুয়েক।
তারপর… লাস্যময়ী বিয়ে করে বিদেশ পাড়ি।
গলায় দলা পাকা কান্না… বিধ্বস্ত ভাঙাচোরা মনে, বিজন অকালবিলীন…
সমাপ্ত
বুঝলুম, সেজন্যই তুই প্রায় দেবদাস।
ReplyDeleteসুব্রত।
তুই আর পাকামো করিস না।
Deleteভালো লাগলো।
ReplyDeleteধন্যবাদ, কিন্তু পরিচয় পেলে খুশি হতাম।
Deleteদারুণ প্রকাশ....
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ বন্ধু। সঙ্গে থাকুন আর নিজের পরিচয় দিন।
Deleteখুব ভালো
ReplyDeleteঅনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু জানি না আপনি কে?
Deleteখুব ভালো লাগলো
ReplyDeleteআপনাকে অজস্র ধন্যবাদ বন্ধু। ভবিষ্যতে নিজের পরিচয় দিলে খুশি হব।
Deleteখুব সুন্দর
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ।
Deleteউজ্জ্বল প্রকাশ ....
ReplyDeleteবিরথ মন্ডল
অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
Deleteবাহ, খুব সুন্দর
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ বন্ধু। আপনার পরিচয় জানতে তীব্র আকাঙ্ক্ষা...
Deleteবাহ দারুন প্রকাশ
ReplyDeleteজেসমিন
ধন্যবাদ জেসমিন। খুব ভাল থেকো।
Deleteঅভিনন্দন ....
ReplyDeleteধন্যবাদ।
DeleteExcellent
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ। সঙ্গে থাকুন।
Deleteজীবনের অণু গল্প এমনই।
ReplyDeleteধন্যবাদ বন্ধু।
Deleteবেশ সুন্দর
ReplyDeleteধন্যবাদ।
Deleteখুব সুন্দর লেখা।আপনার সব লেখাগুলো খুব দরদ দিয়ে পড়ি,ভালো লাগে।আমি কবিতার কিছু বুঝিনা তবে মাঝে মাঝে আপনার লেখাগুলো জীবনের সাথে কখনো কখনো মিলে যায় আর নিজের অজান্তে চোখে জল চলে আসে,আমি মনে করি কান্না হলো আমাদের হৃদয়ের কিছু অব্যক্ত কথা যা হয়তো ঠোঁট বলতে পারেনা।
ReplyDeleteআপনি অনেক বড় মাপের ও একজন গুণি শিল্পী আপনার কাছে লিখতেও ভয় লাগে তাই বলছি, ভূল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।খুব ভালো থাকবেন প্রতিটিমুহূর্ত।
আন্দাজ করতে পারছি সম্ভবত। তবু পরিচয়টুকু লিখে দিলে খুব ভাল লাগত। যাই হোক, আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে, ভাল থাকবেন।
Delete