বাতায়ন/কবিতাণু/১ম
বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০
কবিতাণু
দেবশ্রী রায় দে সরকার
বিচ্ছেদ
১.
আমি হাঁটছিলাম বসন্ত
থেকে গ্রীষ্মে,
তোমার মাঝে তোমার তাপে লীন হলাম যে।
২.
অনেক ব্যবধান, অনেক ভিন্নতায়
সম্পর্ক ছিন্ন হয়,
তবু হৃদয় মাঝে কেউ থেকে যায় এক সূক্ষ্ম সরলতায়।
৩.
অপসারিত প্রেম থেকে যায় প্রত্নতত্ত্বে,
বিরহ বেদনা জাগরিত থাকে সুষুপ্তিতে।
৪.
শুধু বিচ্ছেদ রেখে যাওয়া।
হেমন্তের ক্ষীণ আলোয় তোমার আবছায়া।
তোমার মাঝে তোমার তাপে লীন হলাম যে।
অনেক ব্যবধান, অনেক ভিন্নতায়
সম্পর্ক ছিন্ন হয়,
তবু হৃদয় মাঝে কেউ থেকে যায় এক সূক্ষ্ম সরলতায়।
অপসারিত প্রেম থেকে যায় প্রত্নতত্ত্বে,
বিরহ বেদনা জাগরিত থাকে সুষুপ্তিতে।
শুধু বিচ্ছেদ রেখে যাওয়া।
হেমন্তের ক্ষীণ আলোয় তোমার আবছায়া।
Ki asadharon avibykti..jathartho artho bojhbar o sukkhota o avignyata darkar ja tor lekhoni te prokash pai....
ReplyDeleteThanks..Sarbani di
Deleteঅপূর্ব
ReplyDeleteThanks
ReplyDelete