প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দেবীর বিসর্জন | বিশ্ব প্রসাদ ঘোষ

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা বিশ্ব প্রসাদ ঘোষ দেবীর বিসর্জন তুমি ...

Thursday, October 26, 2023

অনলাইন | অলক চক্রবর্তী

বাতায়ন/গল্পাণু/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০

গল্পাণু
অলক চক্রবর্তী

অনলাইন


- এই যে মি. সুপ্রিয়, তিনি আসিবেন না।
একটা পাগল ফিচেল হাসিতে মুখ ভরিয়ে কোত্থেকে এসে সামনে দাঁড়াল।
 
- এ জানল কী করে আমি অরিত্রিয়ার জন্য অপেক্ষা করছি। আমার নামটাই বা জানল কী করে!
 
- পাখি উড়ে গেছে, পাখি উড়ে যায়, ডানা মেলে আকাশে; সুপ্রিয় বসে থাকে মুখ করে ফ্যাকাশে।
- না, না, তুমি জানো না। হোয়াটসঅ্যাপ অনলাইন। ক্যাব বুক করেছে। শিরীষ ডালে দ্যাখো, একটা চিল এসে বসল।
- ঘেচুঁ, এই ফোনটা দ্যাখো। এটাও অরিত্রিয়ার আরেকটা ফোন, তুমি জানতে? দুপুরে রবীন্দ্র সরোবরে যখন লতিফের সঙ্গে গল্পে মশগুল— আমি হাতিয়ে নিয়েছি। স্রেফ তোমার জন্য ব্রাদার।
 
লক প্যাটার্ন খুলে দিল পাগলটা।
- লতিফ! নামটা শোনা মাত্র লাভা স্রোত বইতে লাগল বুকে। দু’জনের অনেক সেলফি। এমন সেলফি তো আমার সঙ্গেও… চ্যাটিং? প্রেমের একই পদাবলী! তুমি কে?
- আমি তোমার পরের স্টেজ। ময়দানে, রেল লাইনে, সরকারি হাসপাতালে, বাইপাসের ধারে ঘুরে বেড়ালুম, পড়ে থাকলুম, পাগল হওয়ার চেষ্টা করতে-করতে আমার আগের স্টেজকে আবিষ্কার করলুম।
- ডানা ঝাপটে চিলটা উড়ে গেল।
 
সমাপ্ত

1 comment:

  1. শিপ্রা ভট্টাচার্যOctober 28, 2023 at 1:33 PM

    👌👌 খুব ভালো। অনেকক্ষেত্রে বাস্তবও বটে...

    ReplyDelete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)