বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম
সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০
কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
অ্যান্ড্রয়েড
যেভাবে বলেছি ঠিক সেইভাবে তুলে ধরো
যতক্ষণ কাছাকাছি আছো
আমার সর্বস্ব নিয়ে বধ করো
এত গল্প এত হাহাকার
আমারো ছিল না কিছু কম
চলো আজ সেতুর ওপারে, হেঁটে আসি দু-দশ কদম
যতক্ষণ কাছাকাছি আছো
আমার সর্বস্ব নিয়ে বধ করো
এত গল্প এত হাহাকার
আমারো ছিল না কিছু কম
চলো আজ সেতুর ওপারে, হেঁটে আসি দু-দশ কদম
আমরা আদম আমরাই ইভ
এখনো মনে মনে
আমাদের আর দেখা হতে নেই আ্যন্ড্রয়েড ফোনে
এখনো মনে মনে
আমাদের আর দেখা হতে নেই আ্যন্ড্রয়েড ফোনে
একটি চমৎকার কবিতা পড়লাম।মাত্র নয় লাইনে বিশাল ক্যানভাস! খুব ভালো লাগলো। শুভেচ্ছা ও অভিনন্দন।
ReplyDelete