প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, November 11, 2023

শর্টকাট | সুপম রায়

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০

কবিতা
সুপম রায় (সবুজ বাসিন্দা)

শর্টকাট


ভালবাসার কোনও শর্টকাট নেই।
ভাল বাসা বাঁধতে গেলে মজবুত করতে হয়
তার ভিত, দেওয়াল ও ছাদ।
ভাল বাসা আসলে দুটি হৃদয়ের একই অধ্যয়ন কক্ষ
যেখানে দুজনকেই ভালবাসাকে বাঁচিয়ে রাখার জন্য
অনুশীলন করে যেতে হয় প্রতি নিয়ত।
 
পৃথিবীতে যেমন ঝড়ের আঘাত আসে
তেমনই ভালবাসাতেও আঘাত আসে কখনও কখনও—
সেই আঘাতের নামই ‘অভিমান’।
সহ্য করতে জানলে সেই অভিমানও গলে জল হয়,
আর অভিমান যদি ইগোতে পরিণত নয়
তখন ভালবাসার সমাধি নিশ্চিত।
ভাল বাসা আর থাকে না; দুটি হৃদয় দু-প্রান্তে আশ্রয় নেয়।
 
ভালবাসা আসলে সারা জীবনের সঞ্চয়।

1 comment:

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)