বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে
কার্তিক, ১৪৩০
কবিতা
সুপম রায় (সবুজ বাসিন্দা)
শর্টকাট
ভালবাসার কোনও শর্টকাট নেই।
ভাল বাসা বাঁধতে গেলে মজবুত করতে হয়
তার ভিত, দেওয়াল ও ছাদ।
ভাল বাসা আসলে দুটি হৃদয়ের একই অধ্যয়ন কক্ষ
যেখানে দুজনকেই ভালবাসাকে বাঁচিয়ে রাখার জন্য
অনুশীলন করে যেতে হয় প্রতি নিয়ত।
পৃথিবীতে যেমন ঝড়ের আঘাত আসে
তেমনই ভালবাসাতেও আঘাত আসে কখনও কখনও—
সেই আঘাতের নামই ‘অভিমান’।
সহ্য করতে জানলে সেই অভিমানও গলে জল হয়,
আর অভিমান যদি ইগোতে পরিণত নয়
তখন ভালবাসার সমাধি নিশ্চিত।
ভাল বাসা আর থাকে না; দুটি হৃদয় দু-প্রান্তে আশ্রয় নেয়।
ভালবাসা আসলে সারা জীবনের সঞ্চয়।
ভাল বাসা বাঁধতে গেলে মজবুত করতে হয়
তার ভিত, দেওয়াল ও ছাদ।
ভাল বাসা আসলে দুটি হৃদয়ের একই অধ্যয়ন কক্ষ
যেখানে দুজনকেই ভালবাসাকে বাঁচিয়ে রাখার জন্য
অনুশীলন করে যেতে হয় প্রতি নিয়ত।
তেমনই ভালবাসাতেও আঘাত আসে কখনও কখনও—
সেই আঘাতের নামই ‘অভিমান’।
সহ্য করতে জানলে সেই অভিমানও গলে জল হয়,
আর অভিমান যদি ইগোতে পরিণত নয়
তখন ভালবাসার সমাধি নিশ্চিত।
ভাল বাসা আর থাকে না; দুটি হৃদয় দু-প্রান্তে আশ্রয় নেয়।
যথার্থ সুন্দর
ReplyDelete