বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০
কবিতা
বিমল মণ্ডল
বিভাজন
হঠাৎ পরিচয় হয়েছিল
তোমার সাথে
সমুদ্র সৈকতে
তুমি অস্পষ্ট স্বরে
স্মৃতি স্মরণে
নিলে টেনে
চোখে ছিল জল
নীরব সরলতায়
প্রকাশ ছিল বিস্ময়
একাকিত্মতা যেন তোমাকে
নিঃস্ব করেছে
জীবনের কাছে
সে দিনের সেই রাতে
শপথের বাণী
আজও তা জানি
তবুও আজ কোন এক ভয়ে
সময়ের প্রতিক্ষণ
করছ বিভাজন।
তোমার সাথে
সমুদ্র সৈকতে
স্মৃতি স্মরণে
নিলে টেনে
নীরব সরলতায়
প্রকাশ ছিল বিস্ময়
নিঃস্ব করেছে
জীবনের কাছে
শপথের বাণী
আজও তা জানি
সময়ের প্রতিক্ষণ
করছ বিভাজন।
চমৎকার উপস্থাপন
ReplyDelete