বাতায়ন/অন্য চোখে/১ম বর্ষ/২৪তম
সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০
অন্য চোখে
সোশ্যাল মিডিয়ায় সুন্দর মুখ/ছবি, সাহিত্যে তার প্রভাব
দর্পণা গঙ্গোপাধ্যায়
সুন্দর হাসি
একটি সুন্দর মুখের ডাগর চোখে পাগল হয়ে যায় সবাই। হাজার পাগল
ছুঁতে উদ্ভ্রান্ত— মিডিয়া জুড়ে জয়জয়কার। কবিদের কবিতা জুড়ে বনলতা সেন কিংবা
মুখে তার শ্রাবস্তীর কারুকার্য। মনে পড়ে রুবি রায় একদিন কবিতায় কত করে খুঁজেছি
সেরা মুখের চিত্র কাহিনিতে, খানিক উজ্জ্বলতা খানিক বেদনা। কবিতায় চেনা-চেনা মুখ
আকাশ পথে, মরুপথে, ঝড়ে বৃষ্টিতে কবিকে পথ দেখায়— কলম থেকে আঁচল পেরিয়ে মুখ
পর্যন্ত— সুন্দর মুখে একা দ্রৌপদী কুরুক্ষেত্র যুদ্ধ রচনা করে।
বিজ্ঞাপনে সুন্দর মুখ আসল-নকল গুলিয়ে দেয়। সুন্দর মুখের
প্রতিমায় পুষ্পাঞ্জলি দিয়ে মনের আত্মতৃপ্তি। সুন্দরী স্ত্রী পুরুষদের গর্ব। আসা
যাওয়ার এই অল্প সময়ের মধ্যে মানুষ শুধু মানুষের সুন্দর মুখের হাসিটুকুই দেখে
যেতে চায়।
সুন্দরের আড়ালে অবশ্যই কুৎসিত আছে কুৎসিত আছে বলেই তো সুন্দরের জয়জয়কার। অনেক মুখ সুন্দর না হয়েও কর্মে দক্ষতায় কলমে কণ্ঠে অপূর্ব সুন্দর। "আরণ্যক"এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক সাঁওতালি মেয়ে ভানুমতিকে রাজকন্যা হিসেবে দেখে অপূর্ব সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন যা আমাদের অভিভূত করে তোলে।
সমাপ্ত
No comments:
Post a Comment