প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ওয়েটিং লিস্টে আছি... | রতনলাল আচার্য্য

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা রতনলাল আচার্য্য ওয়েটিং লিস্টে আছি ....

Saturday, November 11, 2023

সোশ্যাল মিডিয়ায় সুন্দর মুখ/ছবি, সাহিত্যে তার প্রভাব | সামাজিক গণমাধ্যমে একটি প্রবণতা | দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/অন্য চোখে/১ম বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০

অন্য চোখে
সোশ্যাল মিডিয়ায় সুন্দর মুখ/ছবি, সাহিত্যে তার প্রভাব
দেবকুমার মুখোপাধ্যায়

সামাজিক গণমাধ্যমে একটি প্রবণতা


সুন্দর মুখের জয় সর্বত্র— কথাতেই আছে। আর সে মুখ যদি কোন নারীর হয় তবে পুরুষ তাতে আকৃষ্ট হবেই। কত মুনি, ঋষির সাধনা ভঙ্গ হয়েছে আর এ তো সাধারণ ভোগবিলাসী মানুষ। কথা উঠেছে আজকের সামাজিক গণমাধ্যমে কোন নারীর লেখা বা তার কোন সৃজন (ছবি, আলোকচিত্র ইত্যাদি) বেশি পছন্দ করছে পুরুষেরা। সৃষ্টিকর্তা যদি পুরুষ হন, তাঁর এই সৌভাগ্য হচ্ছে না। নারীদের প্রতি পুরুষের আকর্ষণ স্বাভাবিক, বিপরীত দিকে পুরুষের প্রতি নারীর আকর্ষণও তো স্বাভাবিক, তবে এই অন্যরকম আচরণ কেন?

সে যুগে প্রখ্যাত সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত একবার লিখেছিলেন, তাঁর লেখা কোন পত্রিকায় ছাপা হচ্ছে না দেখে তিনি এক মহিলার নাম দিয়ে লেখা পাঠাতে তা ছাপা হয়েছিল।

আমি কোন পরিসংখ্যান যাচাই করে দেখিনি। মনোবিজ্ঞানীরা বলতে পারবেন সঠিক কারণ কী?

নারীর প্রতি পুরুষের আকর্ষণ কি প্রবলতর, পুরুষের প্রতি নারীর আকর্ষণের চেয়ে? হয়তো তাই। নাহলে এমনটি হবে কেন? নারীদের প্রতি আমার কোন বিদ্বেষ নেই। ফেসবুকে, হোয়াটস্‌অ্যাপে কোন লেখা ইত্যাদি আমার ভাল লাগলে তবেই আমি তাতে মন্তব্য করি, নচেৎ নয়। রোজই এত কিছু সেখানে পোস্ট হচ্ছে, সম্ভব হয় না সব কিছু দেখার, পড়ার। অনেকে আছেন যারা রীতিমতো গোনেন কত লোকে তাঁর লেখা পছন্দ করল, কত লোক ভাল ভাল মন্তব্য করল। আমি সে-দলে পড়ি না। আমার লেখা সম্পর্কেও আমি এ ব্যাপারে নিস্পৃহ।

সমাপ্ত

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)