প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Thursday, April 4, 2024

পূর্বরাগ | পূর্বরাগ | সৃশর্মিষ্ঠা

বাতায়ন/পূর্বরাগ/গদ্য/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০

পূর্বরাগ | গদ্য

সৃশর্মিষ্ঠা

পূর্বরাগ


আঁধারের অজান্তে থেমেছে বেহালার স্বর। ইতস্তত শুদ্ধ ও বিদ্ধ বীর্যে নিস্পন্দ ও অসাড় পৃথিবী। তার সাধন প্রায় সমাপ্ত। দেহ আর প্রাণ এখনও চেতনালুপ্ত। সময় তাদের ছুটিয়েছে অমৃতের সন্ধানে। আকুল অন্তর। অবিশ্রাম এষণা। এই তপস্যা অযৌক্তিক নয়। সকল অনভিপ্রেত দ্বন্দ্বসমাধান। জড় ও অজড় অভিন্ন। কাঠ ও কাঠুরের জীবন মিলনগ্রস্ত। ছায়ার উচ্চারণে বিপরীতের বরণ। ভূমিকার ডালায় সন্মার্গ আয়োজন। দৃশ্যে বামপন্থীময় উৎসর্গীকরণ। 

কৃষ্ণাকাশে রাধার যুবতী পদাবলী। এয়োতি চিহ্নে ছুঁয়েছে ফুলপাখির পথ্যি। ব্যক্তি, তুমি ধ্যানস্থ হও। লগ্ন আসন্ন। মনোময় মুহূর্তের আলোক কোষই প্রকৃত ব্রহ্ম...

 

সমাপ্ত

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)